নিজের Wifi Network এ তৈরি করুন Personal Blog সাইট | THEME EDITING

RED SPYDER
0


 


গত পর্বে আমরা যে ব্লগ সাইটটি তৈরি করেছি, তার ডিজাইন এবং তাতে কিভাবে পোস্ট Publish করতে হয় তা নিয়ে আজকের পোস্টে আলোচনা করা হবে।

এর জন্য অবশ্যই আপনাকে আগের পোস্টটি সম্পুর্ন পড়তে হবে। পোস্টটি না পড়ে থাকলে নিচের লিংকে ক্লিক করুন ….

”   নিজের Wifi Network এ তৈরি করুন Personal Blog সাইট | শুধু ১ মিনিটের ব্যাপার   “

 

তো চলুন শুরু করি ….

 

Code Editing এর Live example দেখতে নিচের ভিডিওটিতে ক্লিক কর

  

( video টি দেখতে অসুবিধা হলে এই লিংকে গিয়ে দেখুন https://youtu.be/AEH-cKsqW8U। আমার সাথে যোগাযোগ করার উপায় পোস্টের নিচে পাবেন। )

    

HomepageDesign

  

Homepage এর সব ডিজাইন আর কোড index.html এ পাবেন।

  

তবে ওখানে যে about me, popular post আর blog post আছে ওগুলার জন্য আলাদা .html ফাইল রয়েছে।

  

index.html ওপেন করে Title & Footer এ আপনার নাম বসিয়ে দিন

  

  

about.html ও একইভাবে edit করতে হবে

    

WritingBlog

  

Blogs.html ফাইলে Blog এর Preview (Title, Description, Date, Author) ঠিক করার code পাবেন। তবে Full Blog, Blogs Folder এ পাবেন।

  

  

Blogs Folder এ একটা sample.html পাবেন। ঐ ফাইলে Title এর জায়গায় Post Title দিবেন আর Content এর জায়গায় Post লিখবেন। পোস্ট লিখতে কিছুটা HTML জানা লাগবে

  

  

ছবিগুলো Thumbnails Folder এ সেভ করে রাখবেন।

    

Extra Customizations

 

  

Website টি HTML দিয়ে তৈরি আর আপনি যাদি হালকা-পাতলা HTML জেনে থাকেন তাহলে অনেক কিছুই Change করতে পারবেন। যেমনঃ নতুন Page তৈরি, কালার Change অথবা Widget লাগানো ইত্যাদি।

    

শেষকথা

 

  

 

আসলে এগুলো সাধারণ মানুষদের জন্য না  যাদের Web Designing নিয়ে আগ্রহ রয়েছে এবং যারা নিজের website তৈরি করা / HTML, CSS or Javascript শিখতে অনেক আগ্রহী তারা এই প্রজেক্টটা বাসায় ট্রাই করতে পারেন। এতে আপনি Web Developing নিয়ে ভালো ধারণা পাবেন

      

 যেকোন প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন Telegram Channel এ (@mrasfi)। এছাড়া বিভিন্ন রকম Bot Trick Earning  mod ইত্যাদি সম্পর্কে সবার আগে জানতে subscribe করে রাখুন আমার Telegram Channel 

 


 

Post a Comment

0 Comments
Post a Comment (0)